মালদা

জেলার নিরাপত্তা বাড়াতে সরকারের অনুদান প্রাপ্ত ক্লাবগুলিকে এলাকায় নজরদারি রাখার আবেদন জেলা প্রশাসনের

জেলার প্রতিটি প্রান্তের তথ্য সংগ্রহ করতে এবং সাধারন মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে সরকারের অনুদান প্রাপ্ত ক্লাবগুলিকে এলাকায় নজরদারি রাখার আবেদন করল মালদা জেলার পুলিশ প্রশাসন। মালদা জেলার ২৫৯টি ক্লাব সংগঠকদের সাথে তিন দিন ধরে দফায় দফায় বৈঠক করলেন জেলা পুলিশের প্রশাসনিক কর্তারা। আজ ছিল সেই বৈঠকের শেষ দিন।

         জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান, সমাজে নানা ধরনের অসামাজিক কাজের মাত্রা দিনের পর দিন বেরে চলেছে। বিপদগামী হচ্ছে সমাজের যুব সমাজ। অপরাধের প্রবনতা বাড়ছে। নানা অরাজনৈতিক সংগঠন গোপনে গোপনীয় কাজ কর্ম করছে। যার ফলে নানা ক্ষেত্রে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। সঠিক সময়ে সঠিক তথ্য পুলিশের কাছে এসে পৌচাচ্ছে না। সেই কারণে জেলাতে নানান সামাজিক কাজের সাথে যুক্ত থাকা ক্লাব সংগঠনদের তাদের এলাকার বিভিন্ন ক্ষেত্রে নজরদারির আবেদন করা হয়েছে। শুধু তাই নয় তা পুলিশ প্রশাসনকে জানানোরও আবেদন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।